Assam
National Desk
North East
Video
আহতদের চুলের মুঠি ধরে মার সঙ্গে লাথিও ভাইরাল ভিডিওতে স্পষ্টত অমানবিক দিল্লি পুলিশ
Delhi violence |
মহানগর ওয়েবডেস্ক: আহত হয়ে পড়ে রয়ছে কয়েকজন। তাদের গায়ে লেগে রক্ত। দেখে বোঝা যাচ্ছে, এতটাই মারা হয়েছে তাদের যে ঠিকমতো কথাও বলতে পারছে না তারা। তাদের ওপরই মৃদু লাঠিচার্জ করা হচ্ছে, চুলের মুটি ধরে মাটিতে মারা হচ্ছে! যারা এটি করছে তারা পুলিশের পোশাক পরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও, যা দেখে স্তম্ভিত সকলে। নেটিজেনদের একাংশের মতে এটি দিল্লির ভিডিও যেখানে পুলিশ সিএএ বিরোধকারীদের এই অবস্থা করেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মহানগর ।
ভিডিওতে দেখা যাচ্ছে, যারা মাটিতে পড়ে রয়েছেন তারা জাতীয় সঙ্গীত গাইছে। গোটা পরিস্থিতির ভিডিওয় করছেন ২-৩ জন। একইসঙ্গে তাদেরকে লাথি মারা হচ্ছে এবং ‘আজাদি চাও’ এই বলে খোঁচা দেওয়া হচ্ছে।
In 1992 Babri Masjid was destroyed by RSS goons in Ayodhya and now Modi's sanghis in 2020 are on a rampage in the capital of so called largest democracy , Delhi. RSS goons killing Muslims, attacking mosques and properties. #DelhiRiots2020 pic.twitter.com/26bNaBn3KH— Brigadier Masud Ahmad Khan - Retd (@MasudAKhan6) February 26, 2020
গতকালের পর আজও সকাল থেকে ফের উত্তপ্ত হয় দিল্লির মৌজপুর এলাকা। পাথর বৃষ্টি থেকে শুরু করে গাড়িতে আগুন, দোকান ভাঙচুর, সবই চলছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ‘জয় শ্রীরাম’ স্লোগান বলে, আগুন লাগানো হচ্ছে, প্রত্যেকের হাতে গেরুয়া পতাকা। প্রবল অশান্তির জেরে পরশু থেকে মেট্রো পরিষেবা বন্ধ, আজও অশান্তির আশঙ্কায় বন্ধ রয়েছে ৫টি মেট্রো পরিষেবা। জাফরাবাদ, মৌজপুর-বাবারপুর, গোকুলপুরি, শিব বিহার ও জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার থেকেই দিল্লির মৌজপুরের কাছে জাফরাবাদ মেট্রো স্টেশনে এই সিএএ বিরোধী আন্দোলন চলছিল। যেখানে ২০০-র বেশি আন্দোলনকারীরা বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। জানা গিয়েছে, সিএএ সমর্থক ও বিরোধী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যাওয়ার ফলেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। সেই পরিস্থিতির আঁচ গিয়ে পড়েছে আজও। এরইমাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক যুবকের ছবি। লাল রঙের টি শার্ট পরা ওই যুবকের পিস্তল চালানোর ছবি রীতিমত ভাইরাল হয়ে যায় নেটে। তার বন্দুক উঁচিয়ে এগিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে দেখা যাচ্ছে রাস্তার দিয়ে বন্দুক হাতে এগিয়ে যাচ্ছে যুবক। তাকে বাধা দিতে এসেছে এক পুলিশ কর্মী। তবে তাকেও হুমকি দিয়ে পিস্তল উঁচিয়ে এগিয়ে যাচ্ছে ওই যুবক। এদিকে তার পেছনে থাকা একদল যুবক পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত পাথর ছুঁড়ে যাচ্ছে। যার জেরে পিছু হটতে বাধ্য হচ্ছে পুলিশ।
সিএএ ইস্যুতে দিল্লির এই ঘটনায় এখনও পর্যন্ত ১০৫ জন আহত হয়েছে বলে খবর। সোশ্য়াল মিডিয়ায় অশান্তির বহু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে দিল্লি। জাফরাবাদ- মৌজপুরে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। দিল্লির গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অশান্ত দিল্লিতে শান্তি ফেরাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Labels
Assam
Post a Comment