Delhi
Latest News
National Desk
ভারতে শুরু হচ্ছে করোনা ভাইরাসের থাবা, বাড়ছে আক্রান্তের সংখ্যা।
Coronavirus |
ভারতে শুরু হলো করোনা ভাইরাসের থাবা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গত সপ্তাহেই এদেশে প্রথমে করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। বুধবাৰে ভারতে সেই সংখ্যাটা বেড়ে হল ২৮ জন। কেরেলায় আরও এক ব্যক্তির শীরের মিলল করোনা ভাইরাসের জীবানু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকই করোনা ভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তির কথা জানিয়েছে। কেরেলার কাসারাগোডের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা। আপর দুই আক্রান্তের মত তৃতীয় জনও চিনে করোনার এপি সেন্টার উহান থেকে কেরেলা ফেরেন বলে জানা যাচ্ছে। ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নাবালিকা নির্যাতিতাকে অ্যাসিড ছুঁড়ল অভিযুক্তের পরিবার আক্রান্ত তিন জনের অবস্থাই স্থিতিশীল। তাদের ২৪ ঘণ্টা মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চিন সফরের উপর নতুন করে সতর্কীকরণ জারি করেছে। আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝে পরিণতি পেল ভালবাসা, চিন থেকে এসে সত্যর্থকে বিয়ে করলেন জিহাও করোনায় আক্রান্ত তিন জনই চিনে পড়তে গিয়েছিল বলে জানা গেছে। গত মাসেই তারা উহান থেকে দেশে ফেরেন। চিন থেকে কেরেলা ফেরা ১২,৯৯৭ জনকে ইতিমধ্যে পর্যবেক্ষণে রেখেছে কেরলের স্বাস্থ্য দফতর। এদিকে চিনে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই মারণ ভাইরাসকে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে সরকারি ভাবে ৩৩৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গোটা বিশ্বে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরী অবস্থা ঘোষণা করেছে।
করোনার ভাইরাসের জন্য ৭/২৪ হেল্পলাইন নম্বর: + 91-11-23978046
Labels
Delhi
Post a Comment